২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাইকগাছায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

-

খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুরের মুন্সিবাড়ীতে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এলাকার পাঁচ শতাধিক গুরুতর অসুস্থ হতদরিদ্র দুঃস্থ নারী-পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের ব‍্যবস্থাপনায় মেডিক্যাল ক‍্যাম্প পরিচালনা করেন হৃদরোগ বিশেষজ্ঞ পিজি হাসপাতালের ডাঃ মাগফুর রহমান।

ঢাকার ক‍্যান্সার হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চীফ কনসালট্যান্ট ডা. আবদুস সালাম ও পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আবদুল মজিদ রোগী দেখেন এবং চিকিৎসা প্রদান করেন।

এছাড়াও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ আশিক, ডা. হাফিজ, ডা. প্রত্যাশা, ডা. সিফাত, ডা. অয়ন, ডা. আসিফ রোগী দেখেন এবং চিকিৎসাপত্র প্রদান করেন।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনে অন‍্যতম সহযোগী ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছার সভাপতি ও সাংবাদিক এইচএম শফিউল ইসলাম, সমাজসেবক শেখ অলিউল ইসলাম, মাওলানা জিএম মোশাররফ হোসেন প্রমুখ।

এ সময় সরদার খাইরুল ইসলাম, সরদার মেজবার, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, কপিলমুনি বনিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, চীনের গুয়াংজুর সান ইয়েট সান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জি এম আমিনুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার নেতা এসএম মোস্তাফিজুর রহমান পারভেজ, রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পার্থ হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞ চিকিৎসকগণ সকাল থেকে বিকেল নাগাদ যত্ন সহকারে রোগী দেখেন এবং চিকিৎসা সেবা প্রদান করেন। এ উপলক্ষে সকাল থেকে এলাকার হতদরিদ্র, দুঃস্থ নারী-পুরুষ জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে সমবেত হন। পরে পর্যায়ক্রমে তাদেরকে চিকিৎসা সেবা দেয়া হয়। বিশেষ করে সর্দি জ্বর, কাশি, চর্মরোগ, ডায়াবেটিস, কিডনি সমস্যা, হার্ট, গ্যাস্ট্রিক, গাইনি সমস্যা, অর্থোপেডিক, চক্ষু, শিশু রোগ, নাক-কান-গলাসহ বহুবিধ জটিল কঠিন রোগের চিকিৎসার ব‍্যবস্থাপত্র দেয়া হয়।

ক্যাম্পে ব্যবস্থাপত্রের সাথে রোগীকে তাৎক্ষণিক প্রায় অর্ধ লাখ টাকার ওষুধ প্রদান করা হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় ওষুধপত্র ও আর্থিক সহায়তা করেন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এস. এম খালিদুজ্জামান।


আরো সংবাদ



premium cement
সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ফ্যাসিবাদবিরোধী দলগুলোতে ঢোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের বিমানে স্বর্ণ পাচার রোধে কঠোর হচ্ছে কাস্টমস গোয়েন্দা ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম : কমেছে আলু-পেঁয়াজের গাজায় হাসপাতালের কাছে ইসরাইলি হামলা : নিহত ৫০ ইয়েমেনে ইসরাইলি হামলা উদ্বেগজনক : জাতিসঙ্ঘ মহাসচিব চীন কেবল কৌশলগত অংশীদারই নয়, বন্ধুও : পররাষ্ট্র উপদেষ্টা

সকল