২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দেশকে অস্থির করার অপচেষ্টা চালাচ্ছে স্বৈরাচারের দোসররা : জামায়াত আমির

- ছবি - নয়া দিগন্ত

স্বৈরাচারের দোসররা দেশকে অস্থির করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘স্বৈরাচার পালিয়ে গেলেও এই দেশ ও সমাজকে অস্থির করার জন্য তাদের দোসররা বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ আছি। তাদের সব চক্রান্ত ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে।’

আজ বৃহস্পতিবার সকালে পাইকগাছা গদাইপুর ফুটবল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত পথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, ‘তারা বলেছিল বাংলাদেশ নাকি বিশ্বে উন্নয়নের রোল মডেল। আসলে উন্নয়নটা তাদের হয়েছে, জনগণের না। ভারতের কাছে তারা বাংলাদেশকে বন্ধক (ইজারা) দিয়েছিল। মূলত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবাদাসী।

ভারতের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমরা আপনাদের সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ বুক পেতে ডানা মেলে বলেছিল, ‘বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর।’ তিনি বলেন, ‘এ জাতি বুক পেতে গুলি খেতে শিখে গেছে। এ জাতিকে ভয় দেখাবেন না। আমাদের ১০ কোটি যোদ্ধা রয়েছে’ বলেও আমিরে জামায়াত বক্তব্যে উল্লেখ করেন।

জামায়াতে ইসলামী পাইকগাছা থানা শাখার আমির মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, জামায়াত নেতা সাবেক এমপি অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কুদ্দুস, সাতক্ষীরা জেলা আমির মাওলানা শহিদুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন। এছাড়া উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গাওসুল আজম হাদী, মেডিক্যাল থানা ঢাকা মহানগরী উত্তরের আমির ডা. স ম খালিদুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি মো: আবুজার আল গিফারী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট লিয়াকত আলী, জেলা সদস্য মাওলানা শেখ কামাল হোসেন, জেলা সদস্য কাজী তমজীদ আলম, প্রভাষক আব্দুল মোমিন সানা ও অ্যাডভোকেট আব্দুল মজিদ, পাইকগাছা উপজেলা নায়েবে আমির মাওলানা বুলবুল আহম্মাদ, সেক্রেটারি মো: আলতাফ হোসেন এবং সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক প্রমুখ।


আরো সংবাদ



premium cement
আনুপাতিক হারে নির্বাচন নিয়ে জনগণের কোনো ধারণা নেই : রিজভী পাকিস্তানে ৬০ বেসামরিক নাগরিককে কারাদণ্ড দিলো সামরিক আদালত গুম অবস্থায় ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা সুখরঞ্জন বালির ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ আমাদের লক্ষ্য হলো আল্লাহভীরুদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দেয়া : সেলিম উদ্দিন এলডিপির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক ইসরাইলে চলতি সপ্তাহে চতুর্থবারের মতো হামলা হাউছিদের সীতাকুণ্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল, সম্পাদক মাসুম জাহাজে ৭ খুন : ছেলে সজিবুলের শোকে মারা গেলেন বাবা ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত ৫ জন একই পরিবারের

সকল