২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৭

- ছবি - নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় পলাতক সাতজন আসামিকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে আটক আসামিদেরকে যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক আসামিরা হলেন উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের লিয়াকত খানের ছেলে মিজানুর রহমান মিজান খান (৩৫), তার ভাই রিয়াজ হোসেন খান (২০), স্বরুপদাহ ইউনিয়নের হিজলী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আলাউদ্দিন (২৪), নারায়নপুর ইউনিয়নের কাদবিলা গ্রামের পূর্বপাড়ার মৃত সুশান্ত রায় মৈত্রের ছেলে অপূর্ব রায় মৈত্র (২৬), একই গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে সোহেল রানা (২৫), মৃত আব্দুল আজিজের ছেলে মকবুল হোসেন (৪০) ও লক্ষীপুর জেলার সদর উপজেলার পালপাড়া গ্রামের মৃত বজল হকের মেয়ে ফাতেমা বেগম ডলি (৩৮) ।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি) পায়েল হোসেন বলেন, ‘আটক আসামিদের যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement