গাংনীতে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
- ২৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৪
মেহেরপুরের গাংনীতে বোমা বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার সময় উপজেলার কড়ুইগাছি বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
মার্কেটের মালিক রোকন জানান, কড়ুইগাছি বাজারে ১১টার দিকে লাল কসটেপ মোড়ানো একটি বোমা পড়ে থাকতে দেখেন ভাড়াটিয়া ধীরেন দাশ। পরে তিনি না বুঝেই সেটিকে লাথি মারেন। লাথি মারার সাথে সাথে বিকট শব্দে বোমার বিস্ফোরণ হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ ।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর সকালে কড়ুইগাছি গ্রামের শ্রমিকলীগের রাইপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন ইসলামের বাড়ি থেকে দু’টি হাতবোমা ও লাশ দাফনের সরঞ্জামসহ প্রাণনাশের হুমকির চিরকুট উদ্ধার করা হয়।
পরপর বোমা উদ্ধার ও বোমার বিস্ফোরণের ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক বিরাজ করছে।