২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আজ দর্শনা কেরুজ চিনিকলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

- ছবি : নয়া দিগন্ত

দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের আজ উদ্বোধন করা হবে। এ উপলক্ষে গত ৬ ডিসেম্বর বয়লারে স্লো-ফায়ারিং শেষ করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ২০২৪-২০২৫ আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এদিন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন কেরুজ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, ‘চিনিকলের লোকসান কমাতে এবং লাভজনক করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আখ রোপণ ও কৃষকদের সুযোগ-সুবিধার দিকে বেশি নজর দেয়া হচ্ছে। কৃষকদের আখচাষে উদ্বুদ্ধ করতে সভা-সমাবেশ অব্যাহত রাখা হয়েছে।’

তিনি কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আখ কাটার ক্ষেত্রে দা বা হাসুয়া ব্যবহার না করে কোদালের মাধ্যমে করলে বেশি ফলন ও মুনাফা অর্জন সম্ভব। তাই সকল কৃষককে কোদালের সাহায্যে গোড়া থেকে আখ কাটার পরামর্শ দেন।’

চিনিকল সূত্রে জানা গেছে, বাংলাশে চিনি ও খাদ্য করপোরেশন কর্তৃক ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬৫ মাড়াই দিবসে ৭০ হাজার টন আখ মাড়াই করে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার হাজার ২০০ টন। যার গড় মাড়াই হার ধরা হয়েছে এক হাজার ১৫০ টন। চিনি আহরণের গড় হার নির্ধারণ করা হয়েছে ৬ শতাংশ।

সূত্রে আরো জানা গেছে, চলতি মাড়াই মৌসুমে পাঁচ হাজার ১০০ একর জমিতে আখচাষ দণ্ডায়মান রয়েছে। এর মধ্যে কৃষকের জমিতে তিন হাজার ৪৫৫ একর এবং কেরুজ নিজস্ব জমিতে এক হাজার ৬৪৫ একর আখ রয়েছে।

উল্লেখ্য, এবার সাশ্রয় নীতিতে এবারের আখ মাড়াই মৌসুমের যাত্রা শুরু কালে কেরুজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অর্থ সাশ্রয় ও চিনিকল লোকসান কমাতে উদ্বোধনকালে সাদা-মাটাভাবে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।


আরো সংবাদ



premium cement