১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষানবিশ আইনজীবী নিহত

- ছবি : নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনীতে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোমানা আক্তার (৩৫) নামে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। এ সময় আরো চারজন আহত হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহসড়কের গাঁড়াডোব নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রোমানা আক্তার ছবি মেহেরপুর শহরের ক্যশবপাড়া এলাকার খোকন মোল্লার মেয়ে।

আহতরা হলেন, গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সোহেল রানা (২৮), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে মাসুম রানা (৩৫), ঝিনাইদহ সদর উপজেলার সিকারপুর গ্রামের ফটিক বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (২৫) ও ছাতিয়ান গ্রামের আরিফুল ইসলামের ছেলে রাজু আহমেদ জয় (২৩)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, বুধবার দুপুর ১২টার দিকে রোমানা মোটরসাইকেলে মেহেরপুর থেকে গাংনীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাংনী উপজেলার গাঁড়াডোব নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোমানা রাস্তার ওপর ছিটকে পড়লে অপর একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

ওসি বলেন, রোমানার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement
একীভূত হতে প্রাথমিক আলোচনায় হোন্ডা ও নিশান ‘অন্তর্ভুক্তিমূলক এবং সিরীয়দের নেতৃত্বে’ রাজনৈতিক প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জাতিসঙ্ঘের রাশিয়ায় জেনারেল হত্যার ঘটনায় উজবেক নাগরিক আটক আসাদের পতনের পর দামেস্ক বিমানবন্দর থেকে প্রথম বিমান উড়লো ক্যানসারের টিকা তৈরি করেছে রাশিয়া, হবে বিনামূল্যে বিতরণ সোনাগাজীতে বায়ু বিদ্যুতের যন্ত্রাংশ লুটের ঘটনায় গ্রেফতার ৩ বাংলাদেশ এখন বিনিয়োগবান্ধব গন্তব্য : বাণিজ্য উপদেষ্টা ৩১ দফার মাধ্যমে সব অন্যায়ের জবাব দিতে চাই : তারেক রহমান সরকার প্রবাসীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে : আসিফ নজরুল তিন সংস্করণেই ক্যারিবীয়দের কোচ হচ্ছেন সামি ‘অন্য ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনারা গুরুত্বপূর্ণ এই অবস্থানে থাকবে’

সকল