ইবিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ
- ইবি সংবাদদাতা
- ১৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৭
গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ক্যাম্পাসের বটতলা থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় ’অন্যরা যখন স্বতন্ত্রে-ইবি কেন গুচ্ছে’, ’স্বতন্ত্র ভর্তি পরীক্ষা চাই, অবিলম্বে গুচ্ছ থেকে বেরিয়ে আসতে হবে’, ’ইবির নিজস্বতা বজায় রাখুন’- ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘২০২০ সালে শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একাংশ প্রথম গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এতে ভোগান্তি দূর না হয়ে বরং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা খালি রেখেই ভর্তি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এছাড়া এক দীর্ঘ ভর্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের যেতে হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা বজায় থাকছে না।’
তারা আরো বলেন, ‘স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখতে ইতোমধ্যে জবি, শাবিপ্রবি, খুবিসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেয়ার প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় এখনো গুচ্ছেই রয়ে গেছে। শিক্ষার্থীদের স্বার্থে অনতিবিলম্বে গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়ার প্রজ্ঞাপন দিতে হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা