‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ডিসেম্বর ২০২৪, ২২:৩৫
দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, ‘বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। পতিত সরকারের দোসরদের সকল ষড়যন্ত্র যেকোনো মূল্যে রুখে দিতে হবে। এজন্য জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের দায়িত্বশীল ও নেতা-কর্মীদেরকে সতর্ক থাকতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।’
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) যশোর জেলা জামায়াতে ইসলামীর সম্মেলন কক্ষে আগামী ২৭ ডিসেম্বর যশোর জেলায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান, জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল আজিজ, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু জাফর এবং জেলা সহকারী সেক্রেটারি ও জেলা শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।
যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে মোবারক হোসাইন বলেন, ‘দাওয়াতী কাজের মাধ্যমে সংগঠনকে মজবুত করতে হবে। এজন্য দায়িত্বশীলদেরকে সেবামূলক কাজের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। যোগ্যতা বৃদ্ধির জন্য দায়িত্বশীলদের ব্যাপকহারে স্টাডি করতে হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা