যশোরে ট্রেনের ধাক্কায় মাদরাসাছাত্রের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ডিসেম্বর ২০২৪, ২১:৩২
যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ওয়াসির নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পৌর এলাকার কাওরিয়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওয়াসির (১৫) ঝিকরগাছা পৌরসভার কাওরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি বেজিয়াতলা মাদরাসার নবম শ্রেণির ছাত্র।
তার পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওয়াসির মাদরাসার পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথে কাউরিয়া রেলগেট পার হওয়ার সময় বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা