চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত
- এম এ রহিম চৌগাছা (যশোর)
- ১২ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৩
যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় রনজু বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় পুটিয়ার রহমান পুটে নামের আরেকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার চাঁদপাড়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রনজু বেগম উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের দক্ষিণ পাড়ার আব্দুল মতিন মিয়ার স্ত্রী।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, ঘটনার দিন নিহত রনজু বেগম তার বড় ভাই পুটিয়ার রহমান পুটের ভ্যানযোগে যশোর থেকে চাঁদপাড়া গ্রামের বাড়ি ফিরছিলেন।
তারা চৌগাছা-মহেশপুর সড়কের চাঁদপাড়া বাজার নামক স্থানে পৌঁছালে একটি ওষুধ কোম্পানির গাড়ি তাদের পেছন থেকে স্বজোরে ধাক্কা মারে। এ সময় রনজু বেগম ভ্যান থেকে রাস্তার ওপর পড়ে মারাত্মক আহত হন। এ ঘটনায় ভ্যান চালক নিহত রনজু বেগমের বড় ভাই (স্বামীর বড় ভাই) পুটিয়ার রহমান পুটেও আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখান থেকে আহত রনজু বেগমকে যশোরে নেয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনায় নেয়া হয়। খুলনায় নেয়ার পথে রনজু বেগম মৃত্যুবরণ করেন।
নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের ইউপি সদস্য আবু সালাম জানান, ঘটনা শোনার পর আমি নিহতের বাড়িতে যাই। লাশ বাড়িতে নেয়া হয়েছে। বিকেলে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পায়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা