২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাইকগাছার নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আটক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান বাহারুল আলম - ছবি : নয়া দিগন্ত

পাইকগাছার নাশকতা মামলায় কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান বাহারুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ সময় আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার তদন্তকর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোস্তফা শওকত জানান, ২০২২ সালের ২১ অক্টোবর বিএনপির খুলনা সমাবেশে যোগদানের জন্য রাতে ট্রলারযোগে বিএনপির নেতা-কর্মীরা পাইকগাছার আগড়ঘাটা বাজারে জড়ো হতে থাকেন। এ সময় রাত সাড়ে ১০টার দিকে সাবেক এমপির নেতৃত্বে ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয়।

এ ঘটনায় চলতি বছরের ২৬ আগষ্ট ফসিয়ার রহমান নামে এক ব্যক্তি মামলা করেন। উক্ত মামলায় কয়রা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলমকে ঢাকা এয়ারপোর্ট ইমেগ্রেশন পুলিশ আটক করে পাইকগাছা থানায় হস্তন্তর করেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সবজেল হোসেন জানান, ‘গ্রেফতার ইউপি চেয়ারম্যান বাহারুলকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement

সকল