২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ - ছবি : প্রতীকী

কুষ্টিয়ায় মিরপুর উপজেলার মহাসড়কে রডবোঝাই ট্রলির ধাক্কায় দু’নারী নিহত হয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মশান বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুরমান মন্ডলের স্ত্রী ছবেলা (৭০) ও নাসিরের স্ত্রী মরিয়ম (৫০)। নিহত দু’জনের বাড়ি ওই উপজেলার কবরবাড়িয়া গ্রামে বলে জানা গেছে।

মিরপুর থানার এসআই শেখ রকিবুল ইসলাম বলেন, নিহতরা ভ্যানে করে ইউনিয়ন পরিষদে টিসিবির চাল সংগ্রহ করতে যাচ্ছিলেন। এ সময় মশান বাজারে পৌঁছালে কুষ্টিয়া শহরের দিক থেকে আসা রডবোঝাই ট্রলির সাথে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ছবেলা ও মরিয়ম গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য হাবিবুর রহমান জানান, ‘দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।’

ছবেলার নাতি জীবন জানান, সকালে তিনজন টিসিবির কার্ডের মালামাল সংগ্রহ করতে মশান যান। এ সময় দুর্ঘটনায় দু’জন মারা গেছেন। একজনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেয়া হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার জানান, হাসপাতালে আনার আগেই দু’জনের মৃত্যু হয়েছে।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল