ইসকন নিষিদ্ধের দাবিতে ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ
- ইবি সংবাদদাতা
- ২৭ নভেম্বর ২০২৪, ১৭:২৫
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এ বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জমিয়তে তলাবায়ে আরাবিয়া, ইসলামী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভ শেষে আইনজীবী সাইফুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও উগ্রবাদী সংগঠন উল্লেখ করে ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়।
সমাবেশে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিবির সভাপতি এইচ এম আবু মুসা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ ও ইসলামী ছাত্র আন্দোলনের ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতসহ বিভিন্ন নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার প্রধান সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘ভারত উগ্রবাদী সংগঠন ইসকনকে লেলিয়ে দিয়ে বাংলাদশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্ত করে যাচ্ছে। তার অংশ হিসেবে চট্টগ্রামে তারা একজন আইনজীবীকে হত্যা করে। আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি। সম্প্রীতি বজায় রেখে শেখ হাসিনা ও তাদের দোসরদের সৃষ্টি করা নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করে যাবো।’
ছাত্রশিবিরের ইবি সভাপতি আবু মুসা বলেন,‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে স্বৈরাচার হাসিনাকে উৎখাত করলেও তাদের ষড়যন্ত্র এখনো থামেনি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বের মধ্যে একটি অনন্য দৃষ্টান্ত। আমরা হিন্দুদের মন্দির রক্ষার জন্য পাহারা দিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ ও ইসকন এই সম্প্রীতি ধ্বংসের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয় বরং ভারতের মদদপুষ্ট উগ্রবাদী সংগঠন। তাই এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা