ভিজিডির চাউল নিতে এসে ট্রলির ধাক্কায় ২ নারী নিহত
- আছাদুর রহমান বাবু, মিরপুর (কুষ্টিয়া)
- ২৭ নভেম্বর ২০২৪, ১৪:৫৮
কুষ্টিয়ার মিরপুরে ভিজিডির চাউল নিতে এসে শ্যালোইঞ্জিনচালিত অবৈধ ট্রলির ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কবরবাড়ীয়া গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী মরিয়ম খাতুন (৫০) এবং একই এলাকার কোরমান মণ্ডলের স্ত্রী ছবেলা খাতুন (৭০)। এছাড়া আহত হলেন, জহির উদ্দিনের স্ত্রী আজেলা খাতুন (৫০)।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, আজ সকালে কবরবাড়ীয়া হতে পাখিভ্যানযোগে বারুইপাড়া ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় মশান বাজারস্থ কুষ্টিয়া-মেহেরপুর সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে মিরপুরগামী সিমেন্ট ভর্তি ট্রলি ধাক্কা দিলে ভ্যানগাড়িতে থাকা যাত্রীরা রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মরিয়ম খাতুনকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরে গুরুতর আহত ছবেলা খাতুনের মৃত্যু হয়। এছাড়াও আহত মোছা. আজেলা খাতুন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রলিচালক সদর উপজেলার জুগিয়া পালপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে মো: কাজলকে ট্রলিগাড়িসহ আটক করা হয়।
তিনি আরো জানান, কুষ্টিয়া মডেল থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোট প্রস্তুতের কার্যক্রম চলমান আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা