১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দর্শনায় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন নফর ওরফে হাতকাটা নফরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন নফর ওরফে হাতকাটা নফরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতার জয়নাল আবেদিন নফরকে দর্শনা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্যানেল মেয়র। তার বিরুদ্ধে হত্যা ও স্বর্ণ চোরাচালানসহ ৯টি মামলা রয়েছে।

চুয়াডাঙ্গা সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নফরকে আটক করা হয়। পরে স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে তার বাড়ি থেকে দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুড়ি ও ছয়টি চাপাতি উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, নফরের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদককারবারি হিসেবে পরিচিত।


আরো সংবাদ



premium cement