১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তালায় হত্যা মামলার সাড়ে ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

- ছবি : নয়া দিগন্ত

সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রাম থেকে হত্যা মামলার দীর্ঘ ৩ মাস ১২ দিন পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কবর থেকে আব্দুল কাদের মোড়ল (৭৫) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। তিনি একই গ্রামের মৃত মোছা মোড়লের ছেলে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আটারই গ্রাম হতে পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

এ সময় তালার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আব্দুল্লাহ আল-আমিন, তালা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: হাসানুর রহমান এবং তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমানসহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

নিহতের ছেলে মো: আব্দুল হালিম মোড়ল জানান, জমিজমা সংক্রান্ত জেরে গত ৬ আগস্ট ভোর ৬টায় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে নিহত হন কাদের মোড়ল। দেশের পট পরিবর্তন হওয়ার ওইদিন মামলা হয়নি এবং একই দিন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর ৮ দিন পর ১৪ আগস্ট নিহতের ছেলে মো: আব্দুল হালিম মোড়ল (৩৮) বাদী হয়ে তালা থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলার আসামিরা হলেন আটারই গ্রামের মৃত রহিম মোড়ল ওরফে নরিমের ছেলে আশরাফ মোড়ল (৫৯), জাকিরুল মোড়ল (৩৮), জাকাম মোড়ল (৫২),আশরাফ মোড়লের ছেলে সোহাগ মোড়ল (২২), জাকাম মোড়লের স্ত্রী সুরাইয়া আক্তার স্বপ্না (৪২) ও মোকাম আলী গাজীর ছেলে আলাউদ্দীন গাজী (৪৫)।


নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-আমিন বলেন, যে সময় ঘটনাটা ঘটেছে ওই সময় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়েছিল। সত্যটা জানার জন্য আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম তাদের মধ্যে পারিবারিক জমিজমা সংক্রান্ত কলহ ছিল। ময়নাতদন্তের পর আমরা হত্যার বিষয়ে সঠিকটা জানতে পারবো।


আরো সংবাদ



premium cement
এক মাসের মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্তকাজ শেষ করার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হওয়া উচিত অস্ট্রিয়ার কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী জলবায়ু ক্ষতিপূরণের অর্থের নিশ্চয়তা পাওয়া যায়নি প্লানটেশন সেক্টরে একাধিক শর্তে কর্মী নেবে মালয়েশিয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ য্ক্তুরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদেও সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড উচ্চ রাজনৈতিক ঝুঁকি ও নিম্ন প্রবৃদ্ধি বিবেচনায় ঋণ মান কমিয়েছে মুডিস আ’লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য : ডা: শফিক বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শহীদদের নামে হবে : তারেক রহমান

সকল