যশোরে পরিবহন হেলপারকে ছুরিকাঘাতে হত্যা
- যশোর অফিস
- ১৬ নভেম্বর ২০২৪, ১৪:৫৯, আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১৫:০০
যশোরে দাঁড়িয়ে থাকা সরদার ট্রাভেলস নামে একটি পরিবহন বাসের ভেতর থেকে বাপ্পি (২৫) নামে এক হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে শহরের মনিহার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পরিবহনের চালক ও সুপারভাইজারকে হেফাজতে নিয়েছে পুলিশ।
বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শহরের মনিহার বাসস্ট্যান্ড মোড়ে মনিরুদ্দিন তেল পাম্প থেকে তেল নিয়ে যশোর-ঢাকা মহাসড়কের পাশে বন্ধ করে অবস্থান করছিল বাসটি। গাড়িতে বাপ্পি একাই ছিল। সকালে ড্রাইভার ও সুপারভাইজার এসে বাসের দরজা দিয়ে ভেতরে তাকে মৃত অবস্থায় দেখে কোতোয়ালী মডেল থানায় খবর দেন। পরে পুলিশ বাপ্পির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, ডিবি পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘বাপ্পির পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গাড়ির ভেতর থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা