০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

বাগেরহাটে পৃথক ঘটনায় ২ জনকে কুপিয়ে হত্যা

বাগেরহাটে পৃথক ঘটনায় ২ জনকে কুপিয়ে হত্যা - ছবি : প্রতীকী

বাগেরহাটে পৃথক ঘটনায় বিএনপিকর্মীসহ দু’জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ নভেম্বর) সকালে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আব্দুল গফ্ফার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

পরে নিহত আব্দুল গফ্ফার শেখকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। নিহত আব্দুল গফ্ফার শেখ খলিশাখালী গ্রামের আফসার শেখের ছেলে। তিনি বিএনপি-কর্মী বলে জানিয়েছে পুলিশ।

এদিকে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে খিতিশ চন্দ্র গাইন (৬৫) নামের এক চা দোকানিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বড়বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

চা দোকানি খিতিশ চন্দ্র গাইন চরবড়বাড়িয়া গ্রামের নগেন্দ্রনাথ গাইনের ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, চা দোকানি ক্ষীতিশ গাইনের সাথে একই গ্রামের সকিনুর শেখের জমি নিয়ে বিরোধ ছিল। বেলা ১১টার দিকে এ বিষয় নিয়ে সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যায়। পরে দুপুরের দিকে সকিনুর ক্ষিতিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ক্ষীতিশ গাইনকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো: আছাদুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কচুয়ায় একজন এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে চিতলমারিতে একজনকে হত্যা করা হয়েছে।

নিহতদের লাশ ময়নাতদন্ত করা হবে। হত্যাকারীদের আটক করতে পুলিশ কাজ শুরু করেছে। নিহতের স্বজনদের অভিযোগ করলে মামলা করা হবে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল