২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জীবননগরে হত্যাচেষ্টা মামলায় ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

জীবননগরে হত্যাচেষ্টা মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্যাকে (৫০) গ্রেফতার পুলিশ।

সোমবার সকালে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে। এর আগে, রোববার তাকে মহেশপুর থানা পুলিশের সহযোগীতায় দত্তনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এ মামলার ঘটনায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি আলী আজগার টগরসহ ১২২ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মিল্টন মোল্যা মামলা রুজুর পর থেকে পলাতক ছিলেন।

জীবননগর পৌর এলাকার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে যুবদল নেতা আনোয়ার হোসেন আনারের দায়ের করা এজাহারের বিবরণে জানা গেছে, চলতি বছরের গত ১৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগর টগরসহ অন্য আসামিরা হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে গণশান্তি বিরোধী মিছিল নিয়ে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বাঁধাগ্রস্ত ও আতঙ্কের সৃষ্টি করে।

এ সময় যুবদল নেতা আনোয়ার হোসেন আনার প্রতিবাদ করলে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা আনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় আনারের সাথে থাকা তুষার নামের এক যুবদল নেতাকে তারা বেধড়ক মারধর করে জখম ও হত্যা চেষ্টা করে।

এ ব্যাপারে মিল্টন মোল্যার পরিবারের দাবি, মিল্টনকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলায় আসামি করা হয়েছে। ঘটনার সাথে তার জড়িত থাকার ব্যাপারটি কেউ প্রমাণ করতে পারবে না।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনার ব্যাপারে থানায় গত ১৮ অক্টোবর একটি মামলা হয়েছে। মামলার অন্যতম আসামি মিল্টন মোল্যা এত দিন পলাতক ছিলেন। তিনি মাঝে মধ্যে বাড়িতে এলেও দীর্ঘক্ষণ বাড়িতে না থাকার কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : শিশুসহ দগ্ধ ৭ সাবেক প্রধান বিচারপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিমকোর্টের বিচারকাজ বন্ধ ফিরছেন শান্ত, অপেক্ষা বাড়ছে মুশফিকের জন্য পিক‌নিকের বা‌সে ৩ শিক্ষার্থীর মৃত্যু : পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ বরখাস্ত ৭ কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম, তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি ‘স্বৈরাচার ও ফ্যাসীবাদমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে’ রাশিয়ায় শিক্ষার্থীদের ‘নির্মমভাবে’ গ্রেফতারের বিরুদ্ধে ইরানের প্রতিবাদ সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই তাজরীন ট্র্যাজেডির এক যুগ : পুনর্বাসনের দাবি আহতদের সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ আজ জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত

সকল