১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভবদহ সমস্যার সমাধান হবে ভুক্তভোগীদের পরামর্শে : পানি সম্পদ উপদেষ্টা

পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান - ছবি : নয়া দিগন্ত

যশোরের ভবদহ সমস্যার সমাধান হবে স্থানীয় ভুক্তভোগীদের পরামর্শে মন্তব্য করে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, ‘পানি উন্নয়ন বোর্ড কিংবা অন্য কোনো সংস্থার মতামতে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না।’

রোববার (১০ নভেম্বর) ভবদহ অঞ্চল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল, সুন্দলী এলাকা, বিল কপালিয়া ও ভবদহ স্লুইসগেট এলাকা পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের কাছ থেকে দুর্দশার কথা শোনেন।

উপদেষ্টা বলেন, ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনা নেয়া হচ্ছে। এই পরিকল্পনায় ভুক্তভোগীদের পরামর্শকে গুরুত্ব দেয়া হবে। আমরা দ্রুত এ সমস্যার সমাধানে কাজ শুরু করব।

সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ভবদহ অঞ্চলের মানুষ অনেক কষ্টে আছে। এখানে এসে বুঝেছি, জনগণের সাহায্য কতটা প্রয়োজন। এখানকার মানুষের কাছে বিভিন্ন এনজিওর যে ঋণ রয়েছে সেটি শিথিল করা হবে। ভবদহ নিয়ে বিগত সময়ে কত টাকার প্রকল্প নেয়া হয়েছে। কেন সমস্যার সমাধান হচ্ছে না, সে বিষয়ে জেনেবুঝে প্রকল্প নিলে তা বাস্তবায়ন করতে সুবিধা হবে।

ভবদহ সমস্যা সমাধানে ইতোপূর্বে গ্রহণ করা প্রকল্পের দুর্নীতি নিয়ে উপদেষ্টা বলেন, পানি উন্নয়ন বোর্ড ও আগের কাজগুলো নিয়ে ভবদহবাসীর মধ্যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। তিনি বলেন, আগের প্রকল্পগুলো মূল্যায়নের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একইসাথে নতুন প্রকল্প যাতে স্বচ্ছতার সাথে হয় সেজন্য ভুক্তভোগী ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে কমিটি করা হবে।

উপদেষ্টা বলেন, এখানে অবৈধভাবে খাল দখল এবং ঘের করার ঘটনা রয়েছে। সেগুলো জেলা প্রশাসন দখলমুক্ত করবে। যারা ঘের দখল করে মাছ চাষ করছে, তাদের নীতিমালা মেনেই মাছ চাষ করতে হবে। মাছ চাষের জন্য এখানে জলাবদ্ধতা দেখা দেয়, ভোগান্তি বাড়ে। মানুষের জীবন-জীবিকার উপর আঘাত দিয়ে ঘের করা যাবে না। তিনি অবৈধ মাছের ঘের অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।

এ সময় উপদেষ্টার সাথে ছিলেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, যশোরে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রমুখ।

এর আগে উপদেষ্টা যাওয়ার খবর শুনে সকালে যশোর আমডাঙ্গা খালের ব্রিজের ওপর মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধন থেকে ভবদহবাসীর দুর্দশা লাঘবে দ্রুত প্রকল্প গ্রহণ ও আগের বিভিন্ন প্রকল্পের অর্থ-লোপাটের সাথে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।


আরো সংবাদ



premium cement
বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় ডিএসই সূচক ৬৪.৭৩ পয়েন্ট বেড়েছে বিদেশে আসিফ নজরুলকে হয়রানি : জেনেভার কাউন্সেলরকে প্রত্যাহার শিবালয়ে বিআইডব্লিউটিএয়ের ড্রেজার পাইপে আগুন আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতারা, ৫ লাখ টাকা অনুদান রূপগঞ্জে ফতুল্লা ব্যবসায়ীর ৭ টুকরো লাশটির পরিচয় মিলেছে কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ : হাইকোর্টের রায় হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার চুয়াডাঙ্গায় নারীর বিবস্ত্র-অর্ধগলিত লাশ উদ্ধার জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা খুলনায় স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার সিলেটে দোকানে রেফ্রিজারেটর বিস্ফোরণে দগ্ধ ৭

সকল