১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় জামায়াত : গোলাম পরওয়ার

খুলনায় বক্তব্য দিচ্ছেন মিয়া গোলাম পরওয়ার - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের পর দেশকে অর্থবহ, স্থিতিশীল ও উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য বৈষম্যহীন ও সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

রোববার (১০ নভেম্বর) বিকেলে ডুমুরিয়া উপজেলা সদরের যোবায়েদ আলী মিলনায়তনে জামায়াতের অমুসলিম নাগরিক সেবা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বাবু কৃষ্ণ নন্দীকে সভাপতি, অধ্যক্ষ বাবু দেবপ্রসাদকে সাধারণ সম্পাদক ও বাবু গৌতম মণ্ডলকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট ডুমুরিয়া উপজেলা অমুসলিম নাগরিক সেবা কমিটি গঠন করা হয়।

সহ-সভাপতি করা হয়েছে বাবু প্রশান্ত মণ্ডল, ডা. হরিদাস মণ্ডল ও কানাই লাল কর্মকার, সহ-সাধারণ সম্পাদক বুদ্ধদেব মণ্ডল এবং অমূল্য কুমার সরকার, পুলকেশ মণ্ডল, বিপ্লব সরকার, প্রদীপ কুমার সরকার। আগামী এক সপ্তাহের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের জন্য দায়িত্ব দেয়া হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের নেতারা দলীয় সশস্ত্র সন্ত্রাসীরা দেশে যে হত্যাকাণ্ড চালিয়েছে তাদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরব্যবস্থা করতে হবে। দেশের প্রতিটি সেক্টরে আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের অপকর্মের মদদদাতা কর্মকর্তাদের অপসারণ করে সৎ, দক্ষ ও কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। ফ্যাসিস্টদের লুটপাট করে পাচার করা টাকা ফেরত এনে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। দেশের এ শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার জন্য ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের এই বিজয়কে দুষ্কৃতকারীরা যেন নস্যাৎ করতে না পারে এজন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সতর্ক থাকতে হবে।’

উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং দক্ষিণের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান ও উত্তরের সেক্রেটারি বি এম আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আমির মাওলানা এমরান হসাইন, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা ও জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন রিয়াদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উত্তর থানা আমির গাজী সাইফুল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মোসলেম উদ্দিন, বাবু কৃষ্ণ নন্দী, অধ্যক্ষ দেব প্রসাদ, কানাই লাল কর্মকার, ডা. হরিদাস মণ্ডল, বাবু সদেশ হালদার, বাবু সনজিৎ রায়, বাবু প্রভাস সরকার, বাবু প্রশান্ত মণ্ডল, বুদ্ধদেব মণ্ডল, বাবু গৌতম মণ্ডল প্রমুখ।


আরো সংবাদ



premium cement
রূপগঞ্জে ফতুল্লা ব্যবসায়ীর ৭ টুকরো লাশটির পরিচয় শনাক্ত কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ : হাইকোর্টের রায় হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার চুয়াডাঙ্গায় নারীর বিবস্ত্র-অর্ধগলিত লাশ উদ্ধার জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা খুলনায় স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার সিলেটে দোকানে রেফ্রিজারেটর বিস্ফোরণে দগ্ধ ৭ আন্দোলনকারীদের স্বপ্ন বাস্তবায়নের দাবি আহত স্বাধীনের চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোট চলছে লেবাননের আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা, ৬ ইসরাইলি সৈন্য নিহত

সকল