গাংনীতে যৌথ অভিযানে ৩ মাদককারবারি আটক
- গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
- ০৭ নভেম্বর ২০২৪, ১১:৪১
গাংনীতে যৌথ অভিযানে আট কেজি ভারতীয় গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গাংনী উপজেলার ভোমরদহ-জোড়পুকুড়িয়া রাস্তার মাঠের মধ্যে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে দু’জন নারী মাদককারবারি রয়েছেন। এ সময় মাদক বিক্রির সাত হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটকরা হলেন গাংনী উপজেলার নওপাড়া গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে ইন্তাজুল হক ইন্তা (৪৮), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ভাগজত চর এলাকার ইসমাইল মণ্ডলের স্ত্রী তিলকজান (৪৫) ও মুন্সীগঞ্জ গ্রামের আসমত ব্যাপারীর স্ত্রী কোহিনুর খাতুন ওরফে কৈতরী (৫০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মেহেরপুর জেলার পরিদর্শক আবুল হাসেম এই তথ্য নিশ্চিত করে জানান, মাদকের একটি বড় চালান সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এসেছে। চালানটি ভোমরদহ-জোড়পুকুরিয়া সড়ক দিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে ওই মাঠের মধ্যে অবস্থান নিই। এ সময় ইঞ্জিনচালিত পাখি ভ্যানে যোগে দুই নারী যাত্রী সেজে আসতে দেখে দাঁড়াতে বলি। এ সময় তারা ভ্যান ও গাঁজা ফেলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী-২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে একটি টিম মাদকদ্রব্য বিরোধী এই অভিযানে অংশ নেন। পরে গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে এই ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন যৌথবাহিনীর এই টিম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা