০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

গাংনীতে যৌথ অভিযানে ৩ মাদককারবারি আটক

- ছবি : নয়া দিগন্ত

গাংনীতে যৌথ অভিযানে আট কেজি ভারতীয় গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গাংনী উপজেলার ভোমরদহ-জোড়পুকুড়িয়া রাস্তার মাঠের মধ্যে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে দু’জন নারী মাদককারবারি রয়েছেন। এ সময় মাদক বিক্রির সাত হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটকরা হলেন গাংনী উপজেলার নওপাড়া গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে ইন্তাজুল হক ইন্তা (৪৮), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ভাগজত চর এলাকার ইসমাইল মণ্ডলের স্ত্রী তিলকজান (৪৫) ও মুন্সীগঞ্জ গ্রামের আসমত ব্যাপারীর স্ত্রী কোহিনুর খাতুন ওরফে কৈতরী (৫০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মেহেরপুর জেলার পরিদর্শক আবুল হাসেম এই তথ্য নিশ্চিত করে জানান, মাদকের একটি বড় চালান সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এসেছে। চালানটি ভোমরদহ-জোড়পুকুরিয়া সড়ক দিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে ওই মাঠের মধ্যে অবস্থান নিই। এ সময় ইঞ্জিনচালিত পাখি ভ্যানে যোগে দুই নারী যাত্রী সেজে আসতে দেখে দাঁড়াতে বলি। এ সময় তারা ভ্যান ও গাঁজা ফেলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী-২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে একটি টিম মাদকদ্রব্য বিরোধী এই অভিযানে অংশ নেন। পরে গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে এই ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন যৌথবাহিনীর এই টিম।


আরো সংবাদ



premium cement
রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক

সকল