সুন্দরবনের দুবলারচরে ওয়্যারলেস সেট স্থাপন করা হয়েছে
- শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
- ০৬ নভেম্বর ২০২৪, ১৯:২২
বঙ্গোপসাগর তীরে শুঁটকি জেলেদের ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা জানানোর জন্য দুবলারচরে ওয়্যারলেস সেট স্থাপন করা হয়েছে। এ সময় দুর্যোগে জেলেদের উদ্ধারে ছয়টি স্বেচ্ছাসেবক দলও গঠন করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রস্ততি কর্মসূচীর (সিপিপি) শরণখোলার জুনিয়র পরিচালক (ভারপ্রাপ্ত) আরাফাতুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের সময় দুবলারচর অঞ্চলে হাজার হাজার শুঁটকির কাজে জেলেরা অবস্থান করে। জেলেরা ঘূর্ণিঝড়ের আগাম সতর্ক বার্তা পেয়ে যাতে নিরাপদ আশ্রয়ে যেতে পারে সেজন্য দুবলার অফিসকেল্লায় উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ওয়ারলেস সেট স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দু’বার এই ওয়্যারলেস সেট দিয়ে আবহাওয়া বার্তা জেলেদের জানানো হবে।
এ ছাড়া দুর্যোগের সময় জেলেদের উদ্ধারে দুবলার অফিসকেল্লায় একটি, মাঝেরকেল্লায় একটি, জামতলায় একটি এবং আলোরকোলে তিনটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে ২০ জন করে সদস্য রাখা হয়েছে। দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি মো: কামাল উদ্দিন আহমেদকে স্বেচ্ছাসেবক দলগুলোর প্রধান করা হয়েছে বলে সিপিপির জুনিয়র পরিচালক জানিয়েছেন।
দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: কামাল উদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচীর আওতায় দুবলারচরে ওয়্যারলেস সেট স্থাপন করায় জেলে মৎস্যজীবিদের অনেক উপকার হবে।
তিনি বলেন, দুবলায় সিপিপির ছয়টি স্বেচ্ছাসেবক দল গঠন করা হলেও নারিকেলবাড়ীয়া ও শ্যালারচরে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়নি। ওই দু’চরে চার থেকে পাঁচ হাজার জেলে থাকায় সেখানেও স্বেচ্ছাসেবক দল গঠনের জন্য তিনি সিপিপির কাছে আহ্বান জানান।