০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

চুয়াডাঙ্গায় ত্রাণের কম্বল চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটক ৬

- ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় সরকারি ত্রাণের কম্বল চুরি ও ইউনিয়ন পরিষদে মাদককারবারির অভিযোগে কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ পিন্টুসহ পাচঁজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ।

আটকের পর মঙ্গলবার ভোর থেকে তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিকেল সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করেন। পরে সংশ্লিষ্ট মামলায় বিকেলে তাদের আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু ও তার সহযোগী হাশেম মালিথার ছেলে মেহেদী হাসান ও রাজা বাবু, রইচ উদ্দীনের ছেলে শাহজাহান, কামালপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে বাপ্পি রহমান ও কুমারী গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে হাবিবুর রহমান ওরফে সোহেল।

এ সময় ঘটনাস্থলে ইউনিয়ন পরিষদ বিল্ডিংয়ের দু’তলার কক্ষ থেকে তিন পিস ফেন্সিডিল, দু’টি মদের খালি বোতল, দেশীয় ধারালো অস্ত্র , দু’টি হুক্কা, ৪৪টি যৌন উত্তেজক ট্যাবলেট, গাঁজা সেবনে সরাঞ্জমাসহ নগদ ১২ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৫০ টি কম্বলও উদ্ধার করা হয়েছে।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি দল মঙ্গলবার তাদের থানা হেফাজতে দিয়েছেন। দু’টি মামলায় তাদের বিকেলে আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল