০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

চৌগাছায় ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

- ছবি : নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় ঋতু বিশ্বাস (২২) নামে এক গৃহবধূ ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে পৌর শহরের পান্টিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ঋতু বিশ্বাস পান্টিপাড়া গ্রামের শ্রী সুমন্ত বিশ্বাসের স্ত্রী।

এ ব্যাপারে সুমন্ত বিশ্বাস বলেন, ‘ আমার বড় ভাই পাবনা জেলার বেড়া উপজেলার পৌর শহরের বনগ্রামের আনন্দ বিশ্বাসের সেজো মেয়েকে বিয়ে করেছেন। ঋতু আমার বড় বৌদির ছোট বোন। আমাদের বাড়ীতে আসা যাওয়ার সুবাদে তার সাথে আমার প্রেম হয়। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের সম্মতিতে গত ৩ অক্টোবর ২০২৪ সালে আমাদের বিয়ে হয়। আমার বিয়ের মাত্র ২৯ দিন পার হয়েছে। আজ বৃহস্পতিবার স্ত্রী ঋতুকে নিয়ে আমার শ্বশুর বাড়ীতে যাওয়ার কথা ছিল। সকালে আমি ঋতুকে রেডি হতে বললে সে তার বাবার বাড়িতে যাবে না বলে। আমি জোর করলে এ নিয়ে তার সাথে আমার মনোমালিন্য হয়। পরে আমি তাকে দুপুরে যাব বলে কাজে চলে যাই। কাজে থাকা অবস্থায় মোবাইলে খবর পাই ঋতু ইঁদুর মারার ট্যাবলেট খেয়েছে। আমি বাড়িতে এসে তাকে নিয়ে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে ভর্তি করে নেন। পরে সেখানে চিকিৎসারত অবস্থায় বিকেলে ঋতু শেষ নিঃশ্বাস ত্যাগ করে।’

চৌগাছা সরকারি মডেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান ইমন বলেন, ‘রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল, আমরা ভর্তি করে চিকিৎসা দেয়ার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement