পাইকগাছায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং অভিযানে জরিমানা
- পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
- ৩১ অক্টোবর ২০২৪, ১৯:২২
খুলনার পাইকগাছা উপজেলা সদরের বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং অভিযানে ভ্রাম্যমাণ আদালত চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা ও পৌর সদরের কাঁচাবাজার, চাউল পট্টি, মুদি দোকান, মাছ-গোশত মার্কেটসহ বিভিন্ন দোকানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মনিটরিং অভিযান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইফতেখারুল ইসলাম শামীম।
অভিযানে দোকানে যথাযথ মূল্যতালিকা প্রদর্শন না করা, খাদ্যদ্রব্য বিক্রয় ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে চারটি প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে মোট এক হাজার শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইফতেখারুল ইসলাম শামীম বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: হাসিবুর রহমান, পেশকার আনিছুর রহমান, আনসার ও পুলিশ সদস্যরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা