২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাত বছর পর প্রকাশ্যে ইবি ছাত্রশিবির

সাত বছর পর প্রকাশ্যে ইবি ছাত্রশিবির - নয়া দিগন্ত

সাত বছর পর প্রকাশ্যে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। পল্টন ট্রাজেডি দিবসের আলোচনা সভার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে আসে এ কমিটি।

তবে এ সাত বছরেও তাদের নিয়মিত কর্মসূচি ছিল বলে দাবি করেন শাখা শিবির সভাপতি এইচ এম আবু মুসা।

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে সকলকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এইচ এম আবু মুসা বলেন, ‘২০১৭ সালে বিনা অপরাধে আমাদের হাজার হাজার ভাইদের বৈধ আবাসিক সিট থেকে বের করে দেয়া হয়েছে। এরপর ক্যাম্পাসে এলে মারধর, মেস থেকে গ্রেফতার ও হয়রানির ফলে অনেকেই বিনা অপরাধে তাদের ছাত্রজীবন শেষ করতে পারেনি।’

তিনি বলেন, ‘স্বৈরাচারী শাসনের কারণে চাপে ছিলাম বটে, কিন্তু আমাদের সংগঠনের কার্যক্রম কখনোই বন্ধ ছিল না। প্রতিবছরই আমাদের নতুন কমিটি হয়েছে, আমার সবসময়ই কার্যক্রম পরিচালনা করেছি। তবে তা গণমাধ্যমের কাছে প্রচার করা হয়নি।’

ক্যাম্পাসে কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে সকল দাবি প্রদান করেছে আমরা তার সাথে একমত। এছাড়াও আমাদের আরো কিছু দাবি রয়েছে। সেগুলো নিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায় ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। এ জন্য ক্যাম্পাসের সকল ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

২০১৭ সালের অক্টোবর মাসে ক্যাম্পাসের হল থেকে নেমে যান শিবিরের নেতাকর্মীরা। এরপর থেকে ক্যাম্পাসে প্রকাশ্য কর্মসূচিতে দেখা যায়নি সংগঠনটিকে। গত সোমবার (২৮ অক্টোবর) রাতে পল্টন ট্রাজেডি দিবসের আলোচনা সভার মাধ্যমে প্রকাশ্যে আসে ইবি ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয়।

সভাপতি এইচ এম আবু মুসা আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এবং সেক্রেটারি মাহমুদুল হাসান ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


আরো সংবাদ



premium cement
ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু : ভাংচুর পুরান ঢাকার ২ কলেজে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আইসিইউ ইউনিট উদ্বোধন ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ১০৭৯

সকল