২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বেনাপোলে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ৪

বেনাপোলে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ৪ - ছবি : নয়া দিগন্ত

যশোরের বেনাপোলে স্বামী শ্বশুর শাশুড়ি ও ননদ মিলে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান।

এর আগে বেনাপোলের দিঘীরপাড় গ্রামের মাঠপাড়ার গৃহবধূ কোহিনুরকে হত্যা করা হয় বলে জানা যায়। এ ঘটনায় পোর্ট থানা পুলিশ গৃহবধূর স্বামী শ্বশুর শাশুড়ি ও ননদকে আটক করে।

গৃহবধূর নাম কহিনুর বেগম কহি (১৯) বেনাপোলের দিঘীরপাড় গ্রামের মাঠপাড়ার হৃদয় হোসেনের স্ত্রী। কহিনুর শার্শা উপজেলার লটাদিঘা গ্রামের মরহুম দুলু মিয়ার মেয়ে। তাদের দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে নিহতের স্বামী হৃদয় হোসেন (২৫), শ্বশুর সিরাজুল ইসলাম, শাশুড়ি শাহানা বেগম ও ননদ সাগরিকাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি রাসেল মিয়া বলেন, গৃহবধূ কহিনুর বাবা মার মৃত্যুর পর সে নানা বাড়িতেই বড় হয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে সবসময় তাকে লাঞ্ছনা গঞ্জনা দেয়া হত। ঘটনার দিন শুক্রবার গভীর রাতে সবাই মিলে মুখের ভেতর ওড়না ঢুকিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পাশের রুম থেকে হত্যায় ব্যবহৃত ওড়না ও বালিশ উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, এ ঘটনায় নিহতের বোন রহিমা খাতুন বেনাপোল পোর্ট থানায় মামলা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল