২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১, ২১ রবিউস সানি ১৪৪৬
`

মাগুরায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

- ছবি : নয়া দিগন্ত

মাগুরায় উন্মুক্ত আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় মাগুরা পুলিশ লাইন ড্রিলশেডে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশ দাবা ফেডারেশন ও জেলা পুলিশের সহযোগিতায় নিয়ামুল চেস অ্যাকাডেমি (ইউএসএ) এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় দেশের ২০ জেলার ৯৬ জন প্রতিযোগী অংশ নেয় বলে জানা গেছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা।

এছাড়া অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে দাবা বিচারক তরিকুল ইসলাম তারেক-সহ প্রমুখ।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে দাবা বিচারক তরিকুল ইসলাম তারেক জানান, ‘এটি একটি উন্মুক্ত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা। এখানে সারাদেশ থেকে ৯৬ জন প্রতিযোগী অংশ নিয়েছে। সারাদেশে ভালো দাবারু তৈরির জন্য বাংলাদেশ দাবা ফেডারেশন কাজ করছে। আমরা পর্যায়ক্রমে সারাদেশে উন্মুক্ত দাবা প্রতিযোগিতার আয়োজন করবো।’


আরো সংবাদ



premium cement