২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাগেরহাটে জেলা প্রসাশক ও সিভিল সার্জনকে ৪৮ ঘণ্টার ভেতর প্রত্যাহারের দাবি

বাগেরহাটে জেলা প্রসাশক ও সিভিল সার্জনকে ৪৮ ঘণ্টার ভেতর প্রত্যাহারের দাবি - ছবি : নয়া দিগন্ত

বাগেরহাটের জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবিতে জুতা ও ঝাড়ু মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে বাগেরহাট বিএনপি, যুবদল, ছাত্রদল ও সুশীল সমাজ এই দাবিতে পৃথক মিছিলটি করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্ততায় নেতৃবৃন্দ আগামী ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়েছেন। এদিন রাতে সুজা উদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে শহরের নূর মসজদি মোড় থেকে ও সাবেক ও বর্তমান পৌর বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে এ মিছিল শুরু হয়ে শহরের প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

পৃথক মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন সুজা উদ্দিন মোল্লা সুজন, সাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, অ্যাডভোকেট মোশারেফ হোসেন মন্ট, হাদিউজ্জামান হিরো, মাহাবুবুর রহমান টুটুল, ইমরান খাঁন সবুজ, আলী সাদ্দাম দীপ, ওমর আলী মুন্না, সরদার জসিম উদ্দিন ও মনিরুজ্জামান মান্না প্রমুখ নেতৃবৃন্দ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের প্রত্যাহার দাবি করেছেন বক্তারা।

এ সময়ে বক্তারা বলেন, জেলা প্রশাসক আওয়ামী লীগের সাথে গোপন আতাত করে বাগেরহাটে আওয়ামী লীগের লোকদের ওএমএস ডিলার নিয়োগ দিয়েছেন। সেই ওএমএস ডিলার নিয়োগ বাতিলের দাবি জানান। উল্লেখ্য বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের উপস্থিতিতে জয় বাংলা শ্লোগান দিয়ে ক্যান্সার ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এছাড়া জেলা আহম্মেদ কামরুল হাসান, কার্যালয়ে দৈনিক নয়া দিগন্তসহ বিভিন্ন পত্রিকা বন্ধ, ঈমাম, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনদের সাথে দুর্ব্যবহার, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সভা করা, ওএমএস ডিলার হিসেবে আওয়ামী লীগের চিহ্নিত লোকদের নিয়োগ দিয়ে ইতোমধ্যে বিতর্কিত হয়েছেন বলে বক্তার দাবি করেন।


আরো সংবাদ



premium cement
তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে বাংলাদেশ ছাত্র আন্দোলনে শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ : রিজভী পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয় কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২ জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে : রাষ্ট্রদূত পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা

সকল