২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
`

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ অস্ত্রকারবারি আটক

- ছবি : নয়া দিগন্ত

মেহেরপুরের মুজিবনগরে এক যৌথ অভিযানে তিনজন অস্ত্রকারবারিকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার ভোরে উপজেলার স্টেডিয়াম পাড়ায় এ অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশী নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়।

এর আগে, মঙ্গলবার দায়িরয়াপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হচ্ছেন দারিয়াপুর গ্রামের মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭), কাউছার আলীর ছেলে এনামুল হক (২৮) এবং মিন্টু শেখের ছেলে সাইফুল ইসলাম (২৬)।

যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান দল তাদেরকে আটক করে। এরপর মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার তুফানের ছেলে আলিফের কাছে তারা অস্ত্র বিক্রি করেছে বলে স্বীকারোক্তি দেয়। এর পরিপ্রেক্ষিতে ওই তিনজনকে নিয়ে আজ ভোরে স্টেডিয়াম পাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে আলিফের সন্ধান না মিললেও অস্ত্রের সন্ধান মেলে।

সূত্রে আরো জানা গেছে, বাবলু নামের এক ব্যক্তির বাড়ির পাশে মাটির নিচে তারা অস্ত্রটি পুতে রেখেছিল। মাটি খুড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় যৌথ বাহিনীর সদস্যরা ম্যাগজিনসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করতে সক্ষম হন।

জানা গেছে, উদ্ধার হওয়া অত্যাধুনিক নাইন এমএ পিস্তলটি ইতালির তৈরী। এছাড়া আটক তিনজনকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তাদের নামে অস্ত্র মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।


আরো সংবাদ



premium cement
রংপুরে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রংপুরে তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখে তৃতীয় দিনের খেলা শেষ করল বাংলাদেশ বিএনপি এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ চায় না : সালাহউদ্দিন অন্তর্বর্তী সরকারকে সন্দেহের চোখে দেখছে জনগণ : রিজভী ইবির ৩ দফতরে নতুন পরিচালক নিয়োগ গৌরীপু‌রে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু আশুলিয়ায় শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫ ছাত্র-আন্দোলনে নিহত শহীদ স্বজনের লাশ উত্তোলন ছাত্র আন্দোলনে হত্যাকারীদের বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে : মামুনুল হক সৈয়দপুরে বিভিন্ন মামলার ৯ আসামি গ্রেফতার

সকল