রাষ্ট্রপতির অপসারণ ও ছাত্রলীগ নিষিদ্ধ করার দাবিতে খুলনায় বিক্ষোভ
- খুলনা ব্যুরো
- ২২ অক্টোবর ২০২৪, ২০:১৪
খুলনায় রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহিব্বুল্লাহ বলেন, ‘বিপ্লবের বজ্রাঘাতে পতন হয়, পদত্যাগ নয়। কিন্তু বিনা ভোটের আওয়ামী সরকারের রাষ্ট্রপতি চুপ্পু এখন পলাতক হাসিনার পদত্যাগপত্র খুঁজতে উদগ্রীব। যিনি পালিয়ে গেছেন তার আবার কিসের পদত্যাগপত্র। তবে রাষ্ট্রপতি চুপ্পু হাসিনার পদত্যাগপত্র নিয়ে জাতির সাথে মিথ্যাচার করেছেন। এ মিথ্যাচারের কোনো ক্ষমা হয় না। এ রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা আবারো মাথাচাড়া দিয়ে উঠার পাঁয়তারা করছেন। তাদেরকে বাংলার ছাত্র-জনতা রক্তের বিনিময়ে উৎখাত করেছেন। প্রয়োজনে বাংলার ছাত্র-জনতা আবারো আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে নামবেন।’
এ সময় বক্তারা ছাত্রলীগসহ আওয়ামী লীগের রাজনীতিকে বাংলার বুক থেকে চিরতরে নিষিদ্ধের দাবি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা