২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬
`

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের গণজমায়েত

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের গণজমায়েত - ছবি : নয়া দিগন্ত

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুন্নুর পদত্যাগের দাবিতে গণজমায়েত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান ও বক্তব্য প্রদান করা হয়।

বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে পালাতে বাধ্য হলেও ষড়যন্ত্র এখনো থেমে নেই। এখন গণভবন ও বঙ্গভবন থেকেও নানা ধরনের ষড়যন্ত্র চলছে। ছাত্র-জনতার বিপ্লব হাতছাড়া করতে ফ্যাসিস্টের দোসররা এখনো অপতৎপরতা চালাচ্ছেন। দেশের মানুষ দোসরদের এ নীল নকশা মেনে নিবেন না। মানুষ এখন প্রতিবাদী ও সচেতন। অবিলম্বে অপতৎপরতায় মেতে থাকা দোসরদের আইনের আওতায় আনতে হবে।’

গণজমায়েত কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আসলাম অর্ক, হাসানুজ্জামান, আরাফাত রহমান, কাজল আহমেদ, রাকিবের মাহমুদ ও সজিব হোসেন প্রমুখ।


আরো সংবাদ



premium cement

সকল