খুলনায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন
- খুলনা ব্যুরো
- ১৭ অক্টোবর ২০২৪, ১৯:২১
খুলনায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে মো: হৃদয় সরদার নামে চুরি মামলার এক আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
এ আসামি নগরীর দৌলতপুর থানা এলাকার পাবলা দত্তবাড়ির মিন্টু সরদারের ছেলে।
জানা গেছে, তিন ঘণ্টা পর বাগেরহাট যাবার পথে কাটাখালি থেকে আসামি হৃদয়কে পুনরায় আটক করা হয়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য চার এএসআইসহ সাত পুলিশকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।
২০২৩ সালের একটি চুরি মামলায় হৃদয় সরদারকে গত ১০ জুলাই গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। আজ কারাগার থেকে মামলার হাজিরা দিতে তাকে খুলনা মেট্রোপলিটন আদালত চত্বরে নেয়ার পথে ১১টায় তিনি দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশকে সতর্ক করে নিরাপত্তা জোরদার ও চেক পোস্ট বসানো হয়।
এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার প্রসিকিউশন মনিরা সুলতানা বলেন, ২০২৩ সালের একটি চুরির মামলার অভিযুক্ত হৃদয় আজ সকাল ১১টায় আদালতে নিয়ে আসার সময় দৌড়ে পালিয়ে যান। পুলিশের বিশেষ নিরাপত্তা চৌকির মাধ্যমে কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সাত পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা