০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

বেনাপোল বন্দর দিয়ে ২ লাখ ৩১ হাজার পিস মুরগির ডিম আমদানি

বেনাপোল বন্দর দিয়ে ২ লাখ ৩১ হাজার পিস মুরগির ডিম আমদানি - ছবি : নয়া দিগন্ত

বেনাপোল বন্দর দিয়ে দুই লাখ ৩১ হাজার পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। এ একটি বড় চালান ভারত থেকে বাংলাদেশে এলো।

রোববার (৬ অক্টোবর) দুপুরের দিকে আমদানিকারকের পক্ষে চালানটি খালাসের জন্য রাতুল এন্টারপ্রাইজ নামক একটি সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান কাস্টমসে কাগজপত্র দাখিল করেন।

এর আগে রাতে ডিমবোঝাই ট্রাকটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। সাড়ে সাত টন ওজনের ডিম বোঝাই ট্রাকে দুই লাখ ৩১ হাজার পিস মুরগির ডিম আমদানি করেছে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান বিডিএফ কর্পোরেশন।

ভারতীয় রফতানিকারক কানুফ ত্রিপুরা ইন্ডিয়ার মাধ্যমে ডিমের চালানটি রাতে বেনাপোল বন্দরে এসে পৌঁছে। আমদানি কারকের পক্ষে কোনো কাগজপত্র কাস্টমস কর্তৃপক্ষের কাছে দাখিল না করায় চালানটি খালাস দেয়নি বন্দর কর্তৃপক্ষ।

কাস্টমস সূত্রে জানা যায়, আমদানিকৃত ডিমের আমদানি মূল্য নয় হাজার ৯৬৯ দশমিক ১২ মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১১ লাখ ৮৬ হাজার ৩২৫ টাকা। আমদানি মূল্যের ওপর ২৮ শতাংশ শুল্ক করাদি পরিশোধ করে বেনাপোল কাস্টমস থেকে ছাড়পত্র নিতে হবে। প্রতি পিস ডিমের আমদানি মূল্য বাংলাদেশী টাকায় পাঁচ টাকা ৭৫ পয়সা। প্রতিটি ডিমের শুল্ক করাদি পরিশোধ করতে হবে প্রায় দুই টাকা।

বেনাপোল কাস্টমস হাউজের উপকমিশনার অথেলো চৌধুরী জানান, ডিমের পণ্যচালানটি যেহেতু জরুরি এবং পচনশীল সে কারণে অগ্রাধিকার ভিত্তিতে পণ্যচালান পরীক্ষণ করে খালাশের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি সন্ধ্যার আগেই সকল প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আমরা পুরো প্রক্রিয়াটি মনিটরিং করছি।


আরো সংবাদ



premium cement
চলতি মাসে প্রথম ৫ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৫ মিলিয়ন ডলার গাজায় ইসরাইলি আগ্রাসনের বর্ষপূর্তিতে দেশে দেশে যুদ্ধবিরোধী বিক্ষোভ হলোকাস্টের অপরাধবোধ থেকে ইসরাইলকে অন্ধ সমর্থন দিচ্ছে পশ্চিমারা : এরদোগান খাগড়াছড়িতে সঙ্ঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতির সমাবেশ ভারতের কাছে ‘বেলআউট’ চাইছে মালদ্বীপ মুম্বাইয়ে অগ্নিকাণ্ডে এক পরিবারের ৭ জনের মৃত্যু ইউক্রেনকে আগেই আরো অস্ত্র দেয়া উচিত ছিল : স্টলটেনবার্গ ব্রিকসে যোগ দেয়ার আবেদন সিরিয়ার বেইজিং-পিয়ংইয়ং সম্পর্ক আরো গভীর করার প্রতিশ্রুতি শি’র হত্যাচেষ্টার স্থানে সমাবেশ ট্রাম্পের আবারো আটক গ্রেটা থুনবার্গ

সকল