২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী আটক

- ছবি - ইন্টারনেট

যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় চার বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরমধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার সকালে সীমান্তের পাঁচভুলোট এলাকার একটি মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বাগেরহাটের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০), সঞ্জয় শিকদারের মেয়ে অর্পিতা শিকদার (৩০), মাগুরার গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭) ও গিরিশচন্দ্রের মেয়ে দিঘি জোয়ারদার (১৪)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পাঁচভুলোট বিজিবি ক্যাম্প ইনচার্জ হাবিলদার মো: ওমর ফারুক বলেন, ‘সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধ পথে ভারতে ঢুকবে’ গোপন খবর আসে। পরে বিজিবির টহলদল অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী পাঁচভুলোট মাঠ থেকে চার বাংলাদেশীকে আটক করে।

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement