ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী পুলিশ নিহত
- ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
- ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬
খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ফারজানা খাতুন নামের এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রোববার রাত ৮টায় উপজেলার গুটুদিয়া এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত নারী পুলিশ সদস্য ফারজানা ইসলাম সাতক্ষীরা সদর থানাধীন নলকুড়া এলাকার বাসিন্দা আবুল খায়েরের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, খুলনা থেকে নিজ কর্মস্থল ডুমুরিয়া থানায় যাওয়ার উদ্দেশ্যে তার ভাই নাঈমের মোটরসাইকেলে পাঁচ বছর বয়সী ছেলে সন্তান আরিয়ানকে নিয়ে তিনি রওনা হন। একপর্যায়ে তিনি ডুমুরিয়া থানাধীন গুটুদিয়া ইউনিয়ন পরিষদের উল্টাপাশে পৌঁছালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ওই এলাকায় অতিরিক্ত খানা-খন্দকে পরিণত হওয়ায় ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। তাৎক্ষণিক পেছনে থাকা একটি ট্রাকের সামনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হক ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ‘মোটরসাইকেলের চালক ফারজানা ইয়াসমিনের ভাই নাঈম ও ছেলে আরিয়ান সুস্থ রয়েছেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।‘
এছাড়া বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হইছে। পরের নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে তিনি ঘাতক ট্রাকটিকে আটকের খবর নিশ্চিত করেন। তাৎক্ষণিক খবর পেয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা