দুর্নীতিবাজ ও সুযোগ সন্ধানীদের প্রশ্রয় দেয়া হবে না : ইবি ভিসি
- ইবি সংবাদদাতা
- ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৩
দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য আমি সর্বদা চেষ্টা করব। দুর্নীতিবাজ ও সুযোগ সন্ধানী কাউকে প্রশ্রয় দেয়া হবে না। দলীয় ও ফ্যাসিজম নীতি চর্চার আর সুযোগ নেই। সৎ উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি। নিজে দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) সাথে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ কথা বলেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ভিসির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ড. নসরুল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান সৃষ্টির জায়গা। গবেষণার পরিসরকে বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়কে জ্ঞান চর্চার আদর্শ ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করাই আমার মূল লক্ষ্য।’
সভায় সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি সংস্কার ও সার্বিক উন্নয়নের জন্য করণীয় বিষয়াদি সম্পর্কেও আলোকপাত করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন- ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব মিয়া রিফাত, অর্থ সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ ও দফতর সম্পাদক ইমরান মাহমুদসহ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা