২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

মসজিদ থেকে ফেরার পথে মাইক্রোর ধাক্কায় ৪ শিশু শিক্ষার্থী নিহত

- ছবি - নয়া দিগন্ত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় কোরআন পড়া শেষে মসজিদ থেকে ফেরার সময় মাইক্রোবাসের ধাক্কায় চার শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুঠিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো: হানিফের মেয়ে মিম (১২), একই গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল উদ্দিনের মেয়ে যুথি (১২)। বাকি একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে তিন শিশু মারা গেছে।

হাইওয়ে পুলিশ কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, মাইক্রোবাসের ধাক্কায় চার শিশুর মৃত্যুর প্রতিবাদে কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনগণ। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement
অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে : ডিএমপি কমিশনার এস আলম গ্রুপের সকল সম্পদের তালিকা দাখিলের নির্দেশ বিরল সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৫ আগস্টের আন্দোলনের চেতনা নিয়ে বাঁচতে চাই : মেজর হাফিজ নাসরুল্লাহকে হত্যায় যে বোমা ব্যবহার করা হয় ভালুকায় বন মামলায় হয়রানির প্রতিবাদে মহাসড়ক অবরোধ যে কারণে জামিন পেলেন না মাহমুদুর রহমান বিইউপিতে এমফিল-পিএইচডি প্রোগ্রামের সুপারভাইজার ও গবেষকদের পরিচিতিমূলক অনুষ্ঠান ‘ছাত্র-জনতার বিপ্লবকে ধূলিসাৎ করতে দেয়া হবে না’ '২০০৮ সালের পর দেশে আর কোনো নির্বাচন হয়নি'  বিক্ষোভের মুখে শেবাচিম পরিচালকের পদত্যাগ

সকল