২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

- ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়া জেলা বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জেলা বিএনপির পৌর কমিটির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে এডহক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলা কমিটি ভেঙে দেয়ার ১৩ দিন পর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ মে সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের কমিটি করা হয়েছিল। ওই কমিটির মেয়াদ শেষ হলেও দেশের উদ্ভুত পস্থিতির কারণে কমিটি বহাল ছিল।

এদিকে, নতুন এডহক কমিটি গঠনের খবরে জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উল্লাসের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে।

নতুন এডহক কমিটি বিষয়ে জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান জানান, ‘নতুন এডহক কমিটি তারুণ্যের শক্তিতে উজ্জিবিত হয়ে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবে বলে আশা রাখি।’

কুমারখালী উপজেলা যুব দলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া মিলন জানান, ‘এডহক কমিটির নেতৃবৃন্দ সকলকে সাথে নিয়ে একটি সুন্দর প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারবে বলে আশা রাখি।’

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ জানান, ‘ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর কুষ্টিয়া জেলা বিএনপির দায়িত্ব গ্রহণ খুবই চ্যালেঞ্জের বিষয়। সকল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতায় দলের সাংগঠনিক মজবুত করাটাই আমার মূল কাজ।’

সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, ‘কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্বকালে জেলার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আশা করি, বাকি সময়টা সুন্দর একটি সাংগঠনিক কাঠামো তৈরীতে সকলের সহযোগিতা পাবো।’


আরো সংবাদ



premium cement
সেনাবাহিনীর নিয়ন্ত্রণে মোল্লা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ : ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা ‘দেশ গড়তে প্রান্তিক কৃষকদের সাথে কাজে করতে হবে’ পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত সাত কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের সংঘর্ষে কেউ নিহত হয়নি, অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির সিলেটে কর্মবিরতিতে ১১ হাজার চা-শ্রমিক, ক্ষতি ৬০ কোটি টাকা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় গ্রেফতার সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা কুলাউড়া রাস্তা জবর দখলের চেষ্টা : প্রতিপক্ষের হামলায় আহত ৭ আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরো রক্তপাত হতো : আসিফ মাহমুদ

সকল