২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

- ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়া জেলা বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জেলা বিএনপির পৌর কমিটির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে এডহক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলা কমিটি ভেঙে দেয়ার ১৩ দিন পর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ মে সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের কমিটি করা হয়েছিল। ওই কমিটির মেয়াদ শেষ হলেও দেশের উদ্ভুত পস্থিতির কারণে কমিটি বহাল ছিল।

এদিকে, নতুন এডহক কমিটি গঠনের খবরে জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উল্লাসের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে।

নতুন এডহক কমিটি বিষয়ে জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান জানান, ‘নতুন এডহক কমিটি তারুণ্যের শক্তিতে উজ্জিবিত হয়ে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবে বলে আশা রাখি।’

কুমারখালী উপজেলা যুব দলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া মিলন জানান, ‘এডহক কমিটির নেতৃবৃন্দ সকলকে সাথে নিয়ে একটি সুন্দর প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারবে বলে আশা রাখি।’

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ জানান, ‘ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর কুষ্টিয়া জেলা বিএনপির দায়িত্ব গ্রহণ খুবই চ্যালেঞ্জের বিষয়। সকল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতায় দলের সাংগঠনিক মজবুত করাটাই আমার মূল কাজ।’

সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, ‘কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্বকালে জেলার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আশা করি, বাকি সময়টা সুন্দর একটি সাংগঠনিক কাঠামো তৈরীতে সকলের সহযোগিতা পাবো।’


আরো সংবাদ



premium cement
আবেদনের যোগ্যতা না থাকলেও তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক! চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশ অফিসারসহ আহত ৪ যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে : মির্জা ফখরুল এলো শরৎ জেনারেল এরশাদ ও রাষ্ট্রধর্ম নিয়ে যুক্তিতর্ক সমন্বয়কদের রাজনৈতিক দল প্রসঙ্গে চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার শিবির নেতা-কর্মীদের ক্যাম্পাসে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হবে : কেন্দ্রীয় সভাপতি সঙ্কট উত্তরণে সামরিক সদস্যদের কাজে লাগানো সংস্কার-নির্বাচন নিয়ে কোনো অস্পষ্টতা নেই

সকল