মাল্টা বাগানের ৭০০ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৯
চুয়াডাঙ্গা জেলার জীবননগরে একটি মাল্টা বাগানের প্রায় সাত শ’ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাতে জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর মাঠে এ ঘটনা ঘটে।
বাগানটির মালিকচুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মোসাবুল ইসলাম লিটন মোল্লা আব্দুল মালেক মোল্লার ছেলে। সকালে তার জমির মাল্টা গাছ কাটা অবস্থায় দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।
মাল্টা বাগান মালিক মোসাবুল ইসলাম লিটন মোল্লা জানান, গত দুই দিন আগে সীমান্ত ইউনিয়নের হাবিবপুর মাঠে ৩ বিঘা জমিতে এ মাল্টা বাগান করেন। ওই জমিতে বারি মাল্টা-১ জাতের প্রায় সাত শ’টি মাল্টা গাছের চারা রোপণ করা হয়। কিন্তু মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা লিটন মোল্লার বাগানটির প্রায় সাত শ’টি মাল্টা গাছের চারা কেটে সাবাড় করে দিয়েছে।
জীবননগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, গাছ কাটার বিষয়ে আমি কিছু জানি না, এখনো কোনো অভিযোগ পাইনি।
অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা