চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু
- এম এ রহিম, চৌগাছা (যশোর)
- ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৪
যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শরিফুল ইসলাম তাহেরপুর গ্রামের মরহুম আব্দুল কাদেরের ছেলে।
নিহতের ভাই তরিকুল ইসলাম বলেন, শরিফুল ইসলাম কৃষি কাজ করতেন। বাড়িতে জামাই-মেয়েরা বেড়াতে এসেছে। তারা ঘরের ভেতর থাকায় শরিফুল ইসলাম ঘরের বারান্দায় খাটের ওপর একটি টেবিল ফ্যান চালিয়ে বসে। ছেড়া-কাটা তারে ফ্যানের বডিতে বিদ্যুতায়িত হয়ে যায়। সে ফ্যানে হাত দেয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় সে ঘরের মেঝেতে পড়ে যায়। তার স্ত্রী দুলিয়া খাতুনের চিৎকারে স্থানীয় লোকজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে আমরা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিক এ মর্মান্তিক ঘটনায় এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকৎসক সোহাগ বলেন, শরিফুল ইসলামকে হাসপাতালে আনার আগেই মারা যায়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা