২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ইবিতে ভিসি নিয়োগের দাবিতে আবারো অবরোধ

ইবিতে ভিসি নিয়োগের দাবিতে আবারো অবরোধ - ছবি : নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অবিলম্বে ভিসি নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

জানা গেছে, মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকে গিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে।

এ সময় তারা, ‘সংস্কারমনা ভিসি চাই’, ‘বিশ্বমানের ভিসি চাই’, ‘রেকর্ড দেখে ভিসি দিন-দুর্নীতির খবর নিন’, ‘অ্যাকাডেমিক স্থবিরতা দূরীকরণে যোগ্য ভিসি চাই’, ‘ভিসি চাই এমন-শিক্ষার্থীদের ব্যথায় কাদে যার মন’ ইত্যকার স্লোগান ও বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আন্দোলনকারীরা বলেন, দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেয়া হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনো ভিসি নিয়োগ দেয়া হয়নি। এ কারণে শিক্ষাকার্যক্রম দীর্ঘদিন ধরে ব্যাহত রয়েছে। সেশনটজট ও অ্যাডেমিক স্থবিরতায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। দ্রুত ভিসি নিয়োগ না দিলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

এছাড়া অতীতে দুর্নীতির রেকর্ড আছে এবং দলীয় এজেন্ডা বাস্তবায়নকারী কাউকে ভিসি নিয়োগ না দেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এমন কাউকে নিয়োগ দেয়া হলে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করে আসছেন শিক্ষার্থীরা।

এর আগে গত ১৪ ও ১৮ সেপ্টেম্বর দ্রুত ভিসি নিয়োগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রধান ফটকের সামনে ছাত্র সমাবেশ করেন শিক্ষার্থীরা। এছাড়া গত শুক্রবার ৪৮ ঘণ্টার মধ্যে ভিসি নিয়োগের আল্টিমেটাম দিয়ে আধাঘণ্টা ধরে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা।


আরো সংবাদ



premium cement
বগুড়ায় আবারো অবৈধ পটকা তৈরি, বিস্ফোরণে উড়ে গেছে ঘরের চাল শান্তর ফিফটি, ৩৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ হিটলার মুসোলিনের চেয়েও ভয়ঙ্কর ছিল হাসিনা : মোয়াজ্জেম হোসেন হেলাল পতিত আ’লীগ সরকারের কবল থেকে ভিক্ষুকরাও রেহায় পায় নাই : জামায়াত আমির নতুন সংবিধান তৈরিতে সবার অংশগ্রহণ ও কনসেন্ট নিশ্চিত করার দাবি নতুন করে যেভাবে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা সংঘর্ষের কারণে খাগড়াছড়ি ও রাঙামাটিতে মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা ব্যাহত : বিটিআরসি তালতলীতে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী সা: আলোচনা ও কর্মী সম্মেলন বিলাসবহুল আবাসনে ৬ হাজার কোটি টাকার বেশি ব্যয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ‘পাহাড়ে সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে’ বগুড়ায় একযোগে ৫ থানায় নতুন ওসি : এখনো শূন্য ৪ থানা

সকল