২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুইসাইড নোটে ঋণের কথা লিখে বিমানকর্মকর্তার আত্মহত্যা

সুইসাইড নোটে ঋণের কথা লিখে বিমানকর্মকর্তার আত্মহত্যা - ছবি : নয়া দিগন্ত

খুলনায় সুদযুক্ত ঋণের জাল থেকে মুক্তি পেতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার (৫৬) নামে একজন আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশনের মধ্যবর্তী মুক্তেশ্বরী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি যশোর শহরের নতুন খয়েরতলা এলাকার বাসিন্দা হলেও খুলনার ডুমুরিয়া উপজেলার বরুণা গ্রামের মরহুম ইমান আলী ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর ২টা থেকে আব্দুল জব্বার মুক্তিশ্বরী রেলগেট এলাকার একটি চায়ের দোকানে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। বিকেল ৫টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রমের সময় তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। সাথে সাথে তার কোমর থেকে শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। নিহতের পাশে পড়ে থাকা তার ফাইলে ভোটার আইডি কার্ড ও নিজ হাতে লেখা সুইসাইড নোট পুলিশ উদ্ধার করে।

প্রাথমিক ও জুনিয়র পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত, এসএসসিতে ও এইচএসসিতে স্টার মার্কস এবং বিএ (পাশ) কোর্সে অষ্টম হওয়া মেধাবী আব্দুল জব্বার বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন। চাকরির সুবাদে তিনি ১৫টি দেশে প্রশিক্ষণ গ্রহণসহ ভ্রমণ করেছেন।
বিমান বাহিনীর ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে প্রমোশন নিয়ে অবসরে গিয়ে যশোরের ২০০৪/০১ নতুন খায়েরতলা এলাকায় বসবাস শুরু করেন। ব্যক্তিগত জীবনে তার মানসিক প্রতিবন্ধী স্ত্রী, প্রতিবন্ধী মেয়ে ও অপর মেয়ে সানজিদা চাকরিরত।

যশোর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর সভার প্রশাসক বরাবর লিখিত সুইসাইড নোটে তার আত্মহত্যার মূল কারণ হিসাবে ঋণ ও সুদের জালে জর্জরিত বলে উল্লেখ রয়েছে। নয় ব্যক্তির কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা ঋণ নিয়ে মাসিক ৪০ হাজার টাকা সুদ দিতে হতো তাকে। সুইসাইড নোটে তার মৃত্যুর জন্য কেউ দায়ি নয় বলে উল্লেখ রয়েছে। সন্ধ্যায় জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে খুলনা জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement
দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড

সকল