পাঁচ ব্যাংকের পরীক্ষার তারিখ প্রকাশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ অক্টোবর ২০২১, ২০:৩৫
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের অফিসার (ক্যাশ) পদের এমসিকিউ পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ পরীক্ষা নেয়া হবে।
এই পাঁচ ব্যাংকে মোট শূন্য পদ ১ হাজার ৫১১টি। এর মধ্যে সোনালী ব্যাংকে ১৮৩, জনতায় ৮১৬, অগ্রণীতে ৫০০, রূপালীতে ৫ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৭টি শূন্য পদ রয়েছে।
প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে না। প্রার্থীদের কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
পরীক্ষাকেন্দ্রের তালিকা দেখা যাবে এ লিংকে https://erecruitment.bb.org.bd/career/oct192021_bscs_128.pdf
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা