০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`
হাসান আলীম

তোমার শেষ যাত্রায়

-

তুমি সম্রাটের মতো আচরণ করেছ,
তোমার ছিল হাজার কোটি টাকার সুরম্য অট্টালিকা,
শত কোটি টাকার বিলাশবহুল সুদৃশ্য গাড়ি।

তোমার যখন মৃত্যু হলো তোমাকে মুহূর্তে
বের করে দেওয়া হলো সোনার পালঙ্ক থেকে,
তোমার গাড়ির মালিকানা, বাড়িটার মালিকানা চলে গেল
আরেক জনের হাতে, তোমার পুত্রের অধিকারে।

তোমাকে বাইরে রেখে শেষ গোছল করিয়ে
সাধারণ সাদা পোশাক পরিয়ে
খাটিয়ায় রেখে জানাজা দেওয়া হলো,
তারপর এক্কেবারে শূন্য হাতে ভিখিরির মতো
মৃত্তিকাসংলগ্ন করা হলো,
কবরে মাটির সঙ্কুুচিত গহ্বরে রেখে দেওয়া হলো।

এখন তোমার আর ভিখিরির মধ্যে কোনো ফারাক রইল না,
তুমি জন্মের সময়ে এসেছিলে খালি হাতে,
আবার মৃত্যুর পরও চলে গেলে খালি হাতে-
তবে তোমার একান্ত ইবাদত,
সৎকর্ম কেবল তোমার সাথি হবে ...!


আরো সংবাদ



premium cement