২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আল কুরআনের বাণী

-

ঈমান ছাড়া সৎকর্ম
পুরুষ হোক কিংবা নারী, (যদি তারা) কোনো সৎকর্ম করে এবং বিশ্বাসী (মুমিন) হয়, তবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রাপ্য তিল পরিমাণও নষ্ট হবে না। যে আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করে সৎকাজে নিয়োজিত থাকে এবং ইব্রাহিমের ধর্ম অনুসরণ করে, যিনি (ইব্রাহিম) একনিষ্ঠ ছিলেন, তার চেয়ে উত্তম ধর্ম কার? আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। যা কিছু নভোমণ্ডলে (আসমানে) আছে এবং যা কিছু ভূমণ্ডলে (জমিনে) আছে, সব আল্লাহরই। সব বস্তু আল্লাহর মুষ্টি বলয়ে।
সূরা নিসা, আয়াত-১২৪-১২৬


আরো সংবাদ



premium cement