২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন : শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় রোজা না রাখার ছাড় আছে কি? - এনামুল হক
মাওলানা লিয়াকত আলী : রমজান মাসে রোজা পালন করা ইসলামের পাঁচ বুনিয়াদি বিষয়ের একটি। এ মাস যে ব্যক্তি প্রত্যক্ষ করবে তাকে রোজা রাখার আদেশ করা হয়েছে কুরআন মজিদে। পাশাপাশি রোজা না রাখার ছাড় হিসেবে দু’টি কারণ উল্লেখ করা হয়েছে। যথাÑ অসুস্থতা ও সফর। সুতরাং শিক্ষার্থীদের পরীক্ষা বা পরীক্ষার প্রস্তুতিকে রোজা না রাখার ছাড়ের কারণ হিসেবে গণ্য করার অবকাশ নেই। তবে কর্তৃপক্ষের উচিত পরীক্ষার সময়সূচি এমনভাবে তৈরি করা, যাতে শিক্ষার্থীদের রোজায় ব্যাঘাত সৃষ্টি না হয়। যদি অনিবার্য কারণ বা পরিস্থিতিতে রোজার সময় বা রমজানের অব্যবহিত পরে পরীক্ষা পড়ে, তাহলে মুসলিম শিক্ষার্থীদের মনোবল থাকা উচিত রোজা রেখেও পরীক্ষা দেয়া বা প্রস্তুতি গ্রহণ করা। এতে আল্লাহর বিশেষ অনুগ্রহ পাওয়া যাবে বলে আশা করা যায়।


আরো সংবাদ



premium cement