২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
রাসূল সা:-এর কথা

রোজার খুশি

-

আবু হুরাইরা রা: থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন যে, আল্লাহ বলেছেনÑ আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, রোজা ছাড়া। কেননা, রোজা আমার জন্য। তাই এর প্রতিদান আমি নিজেই প্রদান করব। রোজা ঢালস্বরূপ। তোমাদের কেউ রোজা রাখলে সে যেন অশ্লীল কথা না বলে এবং গণ্ডগোল না করে। কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া-বিবাদ করে, তাহলে তার বলা উচিত আমি রোজাদার। সেই সত্তার শপথ, যার হাতে মুহাম্মাদের জীবন! রোজাদারের মুখের দুর্গন্ধ (কিয়ামতের দিন) আল্লাহর নিকট মিশকের চেয়েও সুগন্ধযুক্ত হবে। রোজাদারের জন্য দুটি খুশির বিষয় রয়েছে, যখন সে ইফতার করে তখন (ইফতারের মাধ্যমে) খুশি হয়। আর যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, তখন রোজার বিনিময় পেয়ে সে খুশি হবে। (বুখারি ও মুসলিম)


আরো সংবাদ



premium cement